বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭-৬-২০২৩) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা তাদের সংবর্ধনা দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দীন লাভলু বলেন, তাদের বিজয়ে শুধু কলেজ নয়, বিভাগে সেরা হওয়ার আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো বাঘা উপজেলায়। তারা ভালো খেলোয়াড় হউক এটাই প্রত্যাশা করি।
নির্বাহি অফিসার শারমিন আখতারের বলেন, কলেজটি ফাইনালে জয় করবেন, এমনটাই প্রত্যাশা করেছিলেন তিনি। অবশেষে সেটি সত্যি হলো। তাদের অর্জনে আমি গর্বিত।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,কলেজের ফুটবল দলের জয় মানেই আমাদের বাঘাবাসির জয়। এ জয়ে আমরা খুবই খুশি।
কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আবু বক্কর সিদ্দিক বলেন, নানা প্রতিকূলতা-প্রতিবন্ধকতা পেরিয়ে অবিচল লক্ষ্য, অদম্য মনোবল, প্রবল ইচ্ছা আর দৃঢ় সংকল্পকে সঙ্গী করেই তাঁরা পাড়ি দিয়েছেন স্বপ্নপূরণের পথ। চ্যাম্পিয়নশিপে তাঁরা কলেজের জন্য প্রথমবার এনে দিয়েছেন শিরোপা। দলকে সংবর্ধনা জানাচ্ছেন। গর্বে বুকটা ভরে যাচ্ছে।
চ্যাম্পিয়ন দলটি তাদের বিজয়ের ধারাবাহিকতা যেন ধরে রাখে, এমনটাই প্রত্যাশা করেছেন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা। কলেজটির ফুটবল কোচ প্রভাষক সালা উদ্দীন শিমুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিভাগের ফুটবলের শিরোপা জিতেছেন রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজের ছেলেরা। ফুটবল দলের ম্যানেজার প্রভাষক মতিউর রহমান বলেন,চ্যাম্পিয়ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা অনেক বেড়ে গেছে। কলেজে বেড়ে ওঠা ফুটবলার খেলবেন জাতীয় পর্যায়ে। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,সাধারন সম্পাদক নুরুজ্জামান। উপস্থিত ছিলেন- দলের নির্বাচক প্রভাষক লিলন হোসেন সহ খেলোয়াড়গন ও গনমাধ্যম কর্মী।
প্রভাষক আব্দুল হানিফ মিঞা বলেন, কলেজ অধ্যক্ষর হাতে ট্রফি দেখার সেই মাহেন্দ্রক্ষণ বাস্তবে পরিণত হয়েছে। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। মনে হচ্ছে আমাদের অনেক উন্নতি হয়েছে। দলীয় অধিনায়ক মেশকাত আহমেদ বলেন,কলেজের সাফল্যে সাথে জড়িয়ে আছে তাদের স্বপ্ন। শিক্ষক-শিক্ষার্থী ও শূভাকাঙ্খীদের অনুপ্রেরনায় জয়ে তাদের উৎসাহ যুগিয়েছে।
জানা যায়, গত সোমবার (২৬ জুন ২০২৩) রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর রাজশাহী বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহদৌলা সরকারি কলেজ। সেই সাথে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন কলেজটি। জাফর ইকবাল জানান,সর্বোচ্চ গোলদাতা- কলেজ দলের রতন আলী। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন লিখন আলী।
প্রভাষক আমিরুল ইসলাম জানান,বিজয়ী দলের হাতে ট্রপি তুলেন দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ(এনডিসি)। উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের নরেশ চাকমা (অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক), শামসুন্নাহার বেগম (অতিরিক্ত পুলিশ কমিশনার) প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ,এন,এম মঈনুল ইসলাম(অতিরিক্ত বিভাগীয় কমিশনার)। গত ২২ জুন থেকে বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হয়। ৮টি জেলার ১৬টি দল খেলায় অংশ নেয়।
এদিকে বিভাগীয় ফুটবল খেলায় কলেজের শিরোপা জয়ে এখানকার মানুষের মনে ছিল আনন্দের বন্যা। কলেজ টিমের হাজার হাজার সমর্থকদের মধ্যেও দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ¡াস। শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলা দেখা শেষে বিজয়ের আনন্দে মেতে ওঠে উপজেলার কলেজ টিমের সমর্থকরা। উচ্ছ¡াস ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই হাজার হাজার ফুটবল প্রেমীর উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় কলেজ মাঠ।
পদ্মার কোল ঘেষে শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) এর স্মৃতি বিজড়িত রাজশাহীর ঐতিহাসিক বাঘা উপজেলা। কৃষি প্রধান উপজেলা হলেও আমের কল্যাণে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মানুষের কাছে পরিচিত এক নাম। বিভাগীয় শহর থেকে ৪৮ কিলোমিটার দূরের উপজেলা বাঘা। উপজেলা সদরে শাহদৌলা সরকারি কলেজের অবস্থান। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষায়-খেলাধূলায় আশাতীত অবদান রেখে চলেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির প্রচেষ্টায় বর্তমান সরকার কলেজটিকে সরকারি করণ করেছেন।
প্রিন্ট