কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে উপলক্ষে খোকসা উপজেলা দুই দিনব্যাপী আনন্দ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী মেলার সমাপনী দিনে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রেমাংশু বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যুথি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী সোহেল রানা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যানগন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুধী ও সাংবাদিকগণ উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলাম তশর। বিকেলে দুই দিনব্যাপী মেলা সমাপনী অনুষ্ঠানে টেলিভিশন ও বেতারের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন। মেলায় স্টোলে প্রথম স্থান অধিকার করেন উপজেলা কৃষি কর্মকর্তার স্টোল, দ্বিতীয় স্থান অধিকার করেন একটি বাড়ি একটি খামার,আমার বাড়ি আমার খামার স্টোল, তৃতীয় স্থান অধিকার করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্টোল।
প্রিন্ট