নোয়াখালীর সুবর্ণচরে পুর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের মিয়ার বাজারে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বাধন করা হয়েছে।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক এর সঞ্চালনায়, মোঃ শহিদুল্লাহ, (এলাকা ব্যবস্হাপক, ও হাতিয়া অঞ্চল) এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র প্রকল্প পরিচালক মোঃ আজিম উদ্দিন।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের সহযোগিতায় এবং সমন্বিত কৃষি ইউনিট, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এ কর্মসূচি চালু করা হয়।
প্রধান অতিথি বলেন,বর্তমানে উচ্চ মাত্রায় ক্ষতিকর রাসায়নিক বালাইনাশক ও সার ব্যবহার করে উৎপাদিত শাক-সবজি খেয়ে মানবদেহে চর্মরোগসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। যার ফলে লিভার, কিডনি, রক্ত ও চর্বিতে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। শাক-সবজিতে বালাইনাশক ব্যবহার নিষিদ্ধ নয়।
তবে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করলে এর বিষাক্ততার প্রভাব কমে যায়। তখন ওই সবজি খাওয়া অনেকটা নিরাপদ হয়। শাক সবজি চাষে জৈব সার, সবুজ সার, খামারজাত সার বেশি ব্যবহার এবং বিষমুক্ত ও নিরাপদ সবজি এ বিক্রি কেন্দ্র থেকে পণ্য ক্রয় করার আহবান করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি মোঃ শহিদুল্লাহ বলেন সাগরিকার সমন্বিত কৃষি ইউনিট সবসময় কৃষক এর সাথে আছেন এবং থাকবেন৷ আমাদের প্রধান কর্মসূচি ঋণ কর্মসূচির মাধ্যমে কৃষকদের স্বল্প সুূদে ঋণ প্রদানের পাশাপাশি কারিগরি জ্ঞান এ দক্ষ করার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়৷
আমরা নিরাপদ ফসল উৎপাদনের জন্য বীজ, সার, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, বিভিন্ন জৈব বালাইনাশক, কেঁচো সার, ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহার এর উপর গুরুত্বারোপ করে থাকি৷ পরে সভাপতি সবাইকে সাগরিকার কৃষি ইউনিটের সাথে থাকার জন্য অনুরোধ করেন এবং ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
প্রিন্ট