পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ (রবিবার) সকাল ৯:৩০ টায় এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির এর সভাপতিত্বে এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান,সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল করিম, সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তাফা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ।
এ সময় সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুর অবদানের কথা ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যাবস্থায় পদ্মা সেতু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা তুলে ধরেন।
তারা বলেন এই এক বছরে পদ্মা সেতু হতে ৭৯০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যা সরকারের রাজস্ব খাতকে সমৃদ্ধ করেছে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার প্রশংসা করা হয়।
প্রিন্ট