আলোকিত মানুষ চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধিদপ্তর, দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, মাগুরায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় শনিবার ২৪ জুন বেলা ১০ টার সময় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে দিনব্যাপী সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠান করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভ্রাম্যমাণ লাইব্রেরি বিশ্বসাহিত্য কেন্দ্র লাইব্রেরি কর্মকর্তা কে এম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সপ্তক সাহিত্য চক্র মাগুরা সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান (সহকারী অধ্যাপক), সপ্তক সাহিত্য চক্র সাংগঠনিক সম্পাদক সুদেব চক্রবর্তী, শব্দ কুহক আহবায়ক আব্দুস সেলিম, কন্ঠ বীথি সদস্য শায়েখ উদ্দিন সোহান।
এ সময় অতিথি বক্তরা আলোচনায় বলেন, সংস্কৃতি মান মানুষই আলোকিত মানুষ। অনুষ্ঠানে ১০৮ জন সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
প্রিন্ট