কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাবের একটি অভিযানিক দল সফল অভিযান চালিয়ে আটক করেছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফারদেজ (৬২) কে। এসময় একটি অত্যাধুনিক বিদেশী পিস্তুুল, ২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড তাজা গুলি, ১কেজি ২’শ গ্রাম হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এসময় সহযোগী তারই পুত্র জাহিদুল ইসলাম ওরফে জনি (৩৬) কেও হাতে নাতে আটক কওে আভিযানিক দল। ফারদেজের গ্রেফতাওে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভেড়ামারার জুনিয়াদহ ,দলুয়া মির্জাপুর গ্রামের সাধারন মানুষ।
র্যাব-১২’র কুষ্টিয়া ক্যাম্প সূত্র জানায়, মাদক এবং অস্ত্রের একটি বড় চালান মির্জাপুর এলাকায় ঢুকছে এমন সংবাদ নিশ্চিত হয়ে র্যাবের অভিযানিক দল মঙ্গলবার সকালে অভিযান চালায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার দোলুয়া গ্রামের ফারদেছ আলী এর নির্মানাধীন পাকা বাড়ির এক চালা টিনের ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় একটি অত্যাধুনিক বিদেশী পিস্তুুল, ২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড তাজা গুলি, ১কেজি ২’শ গ্রাম হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র এবং মাদক আইনে মামলা হয়েছে। ফারদেজ এবং তার ছেলে গ্রেফতার হওয়ায় ভেড়ামারার জুনিয়াদহ ,দলুয়া মির্জাপুর গ্রামের সাধারন মানুষ স্বাস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারন মানুষ।
প্রিন্ট