বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ,উপজেলা পরিসংখ্যান অফিসার মুহাম্মদ রুহুল আমীন, সহকারী পরিদর্শক (পাট) মোহাম্মদ রুহুল আমীন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ।
- আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি ইউরিয়া,২ কেজি টিএসপি ও ২.৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
প্রিন্ট