নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন হয়েছে।বুধবার(২৪ মার্চ) দুপুরে আদালত সড়কে কয়েকটি সংগঠন মানববন্ধন করে।
বাংলাদেশ হিন্দু যুব পরিষদ,হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,বাংলাদেশ জাসদ,বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা),বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ,বাংলাদেশ গনশিল্পী সংস্থার এই মানববন্ধনে অংশ নেয়।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার
এড.এস এ মতিন,বাংলাদেশ জাসদ সভাপতি এড.হেমায়েত উল্লাহ
হিরু,বাপার সভাপতি খন্দকার শওকত,প্রফেসর মলয় কান্তি নন্দী,স্বপ্না কাজি
হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন,এ ধরনের ঘটনা যারাই ঘটাক তাদের
উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। সাম্প্রদায়িক হামলায় আগের কোন ঘটনার
বিচার না হওয়ায় এগলো বেড়েই চলেছে।
খন্দকার সাইফুল
নড়াইল
২৪/০৩/২১
০১৭২৪৩২৬০৮৫
প্রিন্ট