ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এম নাহিদ আল রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর এই দফায় বোয়ালমারী উপজেলার প্রতিটি ইউনিয়নে ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে (যারা বিগত ৪ মাসে ভিটামিন এ ক্যাপসুল সেবন করেনি) আগামী রবিবার (১৮ জুন) একযোগে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধিসহ সকলকে বিষয়টি সম্পর্কে জনগণকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
প্রিন্ট