ফরিদপুরের সদরপুর বাজারের দর্জি গলিতে দুই মাসের ব্যাবধানে গতকাল সকাল অনুমান সাড়ে ৭ টার সময় আবারো এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে একটি টেইলার্সের দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আশে-পাশের ১৩টি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সদরপুর ও ভাংগা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহবুর রহমান গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে প্রেরণ করে। অগ্নিকান্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল।
প্রিন্ট