পাবনার চাটমোহরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১ কিলোমিটার রাস্তার দুপাশে ৪ শত টি চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলের পাকা সড়কের দু”পাশে তালের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মমতাজ মহল।
এসময় চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা,সোহরাব হোসেন, সাইদুর রহমান সাঈদ, সুকান্ত সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে জানান, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তালের চারা রোপণের এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।বহুবর্ষজীবী তাল গাছ পরিবেশ রক্ষায় যেমন কার্যকর ভূমিকা রাখবে পাশাপাশি বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করবে।
প্রিন্ট