ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট বুধবার সকালে শহরের শেখ জামাল স্টেডিয়ামে শুরু হয়েছে।
নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে মোট ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। এ সময় জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ , সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভায় বক্তারা এই প্রতিযোগিতা থেকে অনেক ভালো এবং সম্ভাবনাময় খেলোয়াড় বেরিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর প্রতিযোগিতার প্রথম খেলায় নগরকান্দা সরকারি মহাবিদ্যালয় কলেজ ৫-০ গোলের ব্যবধানে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসা কে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়।
বিজয় দল খেলার প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে এগিয়েছিল। আগামী ১৮ জুন প্রতিযোগিতার ফাইনাল খেলা একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রিন্ট