ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮১০ পিচ ইয়াবাসহ শরিফুল ইসলাম শেখ (৪০) নামে এক মাদক কারবারি ওমাদক মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্তপলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ওই মাদক কারবারিকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায়উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতেআলফাডাঙ্গা থানার এস আই বিনয় বাড়ৈ অভিযান পরিচালনা করে ৮১০ পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শরিফুলএকটি মাদক মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সেকৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার রহমানের ছেলে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবু তাহের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮১০ পিচ ইয়াবাসহ শরিফুল ইসলাম শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মাদক কারবারির নামে একাধিক মামলা রয়েছে। একটি মাদক মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রিন্ট