বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন এ সরকার ভোটের আগে রাতে ভোট সম্পন্ন করে, এ পদ্ধতিতে বিএনপি আর নির্বাচনে অংশ গ্রহন করবে না। বিএনপি সেই দিন নির্বাচনে যাবে যে দিন গনতন্ত্র পূনঃরুদ্ধার হবে। জনগনের ভোটের অধিকার আদায় করতে পারবো।
তিনি রবিবার বিকালে উপজেলার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে বিএনপির সাবেক মহাসচীব, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যত্তম সংগঠক প্রায়াত কে এম ওবায়দুর রহমানের ১৪ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে স্মরন সভায় এ কথা বলেন।
ওবায়েদ কন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, গত ১৪ বছর যাবৎ আমার বাবা আমাদের মাঝে নেই। আপনারা আছেন বলে আমার বাবার অভাব আমি বুঝতে পারি নাই। আজকের স্মরন সভায় আপনাদের উপস্থিতি প্রমান করে নগরকান্দা সালথার মানুষ ঐক্যবদ্ধ। নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির আয়োজিত স্মরন সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দীন হেলালসহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।