মাগুরার মহম্মদপুর উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধ্যে সোমবার (১২ জুন) দুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের সূচণা করেন।
এ অন্ষ্ঠুানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১, ২০২৩-২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধ্যে মাথাপিছু ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
প্রিন্ট