১৯ শে মার্চ শুক্রবার সাপ্তাহিক হাটে মাংসের দোকানে গরুর মাংস বিক্রয়ের সময় ক্রেতাদের নজরে আসে গরুর মাথার চামড়া আগে থেকেই উঠিয়ে আনা হয়েছে এবং গরুর চামড়া, পা এগুলোও আগের থেকেই অন্যত্র রেখে আসা হয়েছে!
জানা যায়, হাটের লোকজন এ বিষয়ে মাংস বিক্রেতার কাছে জানতে চাইলে সে বিভ্রান্তমুলক কথা বার্তা বলে! ক্রেতাসাধারণ এর সন্দেহ হলে গরু কোথায় থেকে কেনা হয়েছে-সেই রশিদ কার নামে করা হয়েছে তারা এগুলো প্রশ্ন করেন!সঠিক জবাব না থাকার কারনে মাংস বিক্রেতা মাংস রেখে পালায়ন করে।
এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে” হাটে মরা গরু জবাই করে নিয়ে আসা হয়েছে!হাটে আসা লোকজন জানায় পুলিশ এসে মাংস নিয়ে গিয়েছে।সরেজমিন গিয়ে অভিযোগ পাওয়া যায়, হাটের মাংস বিক্রেতা দির্ঘদিন যাবত এরকম কান্ড ঘটিয়ে আসছে।