বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২- ২০২৩ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মধুখালী উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরেঅনূর্ধ্ব ১৫ বছরের বালক – বালিকাদের সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০ জন বালক – বালিকা অংশ গ্রহণ করেন ৪ টি ইভেন্টে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন মোঃ আশিকুর রহমান চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফরিদপুর। স্বাগতবক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎপল কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, গাজনা পূর্ণচন্দ্র বহুমূখী উচ্চ বিদ্যালয় ও সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিবাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট