রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি অধ্যাপক শিপ্রা রায় এর সভাপতিত্বে আজ রবিবার বিকেল চারটা কুড়ি মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হোসনে আরা খানম,সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার,আইন বিষয়ক সম্পাদক রুবিয়া মিল্লাত,সহ-সাধারণ সম্পাদক জেসমিন কবির, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন,সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে নেতৃবৃন্দ গত ২১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক পুরুষ শিক্ষক কর্তৃক একই বিভাগের এক নারী শিক্ষিকাকে আশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং যৌন হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এই ঘটনার সাথে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঐ নারী শিক্ষিকার নিরাপত্তা নিশ্চিৎ করার দাবি জানান।
এছাড়াও তারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীর প্রতি সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিৎ কল্পে যথাযথ ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
প্রিন্ট