বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগ ও জেলা যুবদলের সভাপতি রাজীব হাসানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বেলা পৌনে বারোটায় শহরের পূর্ব খাবাসপুর মহাখালি পাঠশালার মোড়ে গরীব অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় ফরিদপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আব্দুর রউফ চৌধুরী, সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমূখ উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন – জিয়াউর রহমান এ দেশের মাটি ও মানুষের নেতা ছিলেন।
|
তিনি শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না পাশা পাশি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার জন্য যা যা করার দরকার তাই করা হবে।
প্রিন্ট