ফরিদপুরের আলফাডাঙ্গায় যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল আলম কচি ও তার সহধর্মীনি যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সামসুন নাহার (রোজী চৌধুরী) এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার দুপুরে উপজেলা আওয়ামীগ কার্যালয়ে আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম সুজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আলফাডাঙ্গার কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল আলম কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সামসুন নাহার (রোজী চৌধুরী)।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফউদ্দিন তারা, ইকবাল হোসেন চুন্নু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুর রহমান, ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, শ্রমিক লীগের সভাপতি নূর ইসলামসহ ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য প্রবাসীআওয়ামী লীগের প্রবীণ নেতা মতবিনিময় সভার প্রধান অতিথি মো.সিরাজুল আলম কচি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বে বিশ্বদরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়েছে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগসহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীকে সবসময় সোচ্চার থাকতে হবে। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখতে ও আওয়ামী নেতাকর্মীকে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সামসুন নাহার (রোজী চৌধুরী) বলেন, কিছু দিনের পরেই জাতীয় সংসদ নির্বাচন। জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে। এ অঞ্চলের মানুষকে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এলাকায় এত উন্নয়ন হয়েছে। আমাগী সংসদ নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশ উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।
প্রিন্ট