উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট অধিদপ্তরের অধীনে মাগুরা সদর উপজেলার নির্বাচিত পাট বীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়। সোমবার ২২ মে সকাল ৯ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন সদর মাগুরা এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সদর মাগুরা এর আয়োজনে চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান। প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু। পাট বীজ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা ও প্রশিক্ষক ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মাহাবুব উল ইসলাম।
এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, সহকারী পরিচালক যশোর অঞ্চল গোলাম সারোয়ার।
প্রিন্ট