কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার এমপিও ও নন এমপিওভুক্ত মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষকদের সাথে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সফল তথ্য মন্ত্রী জননেতা হাসানুল হক ইনু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা উপজেলা মার্ধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে শনিবার (২০মে,) সকাল ১১টার সময় উপজেলার অডিটরিয়াম হলরুমে উপজেলার ম্যাধমিক ভারপ্রাপ্ত শিক্ষক অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ ভেড়ামারা- মিরপুর আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি হাসানুল হক ইনু।
বক্তব্য রাখেন,ভেড়ামারা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার,শিক্ষক মজিবর রহমান,মাসুদ করিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়ার জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা সাধারন সম্পাদক এস, এম আনছার আলী ভেড়ামারা পৌর মেয়র ও যুবজোটের নেতা আনোয়ারুল কবির টুটুল, প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ ভেড়ামারা- মিরপুর আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি হাসানুল হক ইনু বক্তৃতায় বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মানোন্নয়নে ও শিক্ষার্থীদের মানবিক হিসেবে গড়ে তুলতে হবে।
প্রিন্ট