তার দেওয়া প্রায় ২১ হাজার টাকা দিয়ে মসজিদের জন্য ৫০ বস্তা সিমেন্ট কেনার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ভিক্ষা করে জমিয়ে রাখা প্রায় ২১ হাজার টাকা মসজিদের উন্নয়নের জন্য দান করেছেন খুলনার ভিক্ষুক খালেক হাওলাদার।
শনিবার (২১.১১.২০) তিনি খুলনার দক্ষিণ লবনচরা বায়তুল মা’ মুর জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এ টাকা তুলে দেন। তার জমানো টাকা দিয়ে ৫০ বস্তা সিমেন্ট কেনা হবে বলে জানা গেছে।
এর আগেও ভিক্ষুক খালেক হাওলাদার সোনাডাঙ্গা আবাসিক এলাকা ছানিয়াতুল জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ২০ হাজার টাকা দান করেছিলেন।
ভিক্ষুক খালেক হাওলাদার জানান, তিনি একসময় ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। সেসময় তার স্ত্রী মারা যান। স্ত্রী কে হারিয়ে খালেক মানসিকভাবে ভেঙে পড়েন। স্ত্রী শোকে অসুস্থ হয়ে স্বাভাবিক চলাচলের শক্তি হারিয়ে ফেলেন। সেই থেকে ক্রাচে ভর করে চলাচল করে বিভিন্ন এলাকায় ভিক্ষা করেন। ঘর-বাড়ি না থাকায় রাস্তার পাশে গায়ে পলিথিন পেঁচিয়ে ঘুমিয়ে থাকেন।
মসজিদ কমিটির সভাপতি মো. শামীমুর রহমান শামীম বলেন, “ভিক্ষুক খালেক তার ক্ষুদ্র দান দিয়ে আমাদের সকলের চোখ খুলে দিল। এটি একটি অনন্য দৃষ্টান্ত।”
তিনি বলেন, “খায়রুলের অবস্থান সোনাডাঙ্গা খোঁড়া বস্তিতে। তিনি সোনাডাঙ্গার একটি মসজিদে ২০ হাজার টাকা দান করেছেন।”
প্রিন্ট