কাশিয়ানীতে এক ইউপি সদস্যের নামে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ১৯ মে (শুক্রবার) সকাল ১১ টায় ভুক্তভোগী ইউপি সদস্য মিল্টন ফকির গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি) হল রুমে এ সংবাদ সম্মেলন করেন।
মিল্টন ফকির কাশিয়ানী উপজেলার ১৪ নং নিজাম কান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও নিজাম কান্দি উত্তর পাড়া গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা মৃত মজিবর ফকিরের ছেলে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ওই ইউপি সদস্য মিল্টন ফকির সংবাদ সম্মেলনে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ার্ডের দরিদ্র মানুষদের বিনা ভুগান্তিতে সেবা দিয়ে আসছি।
এতে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সোবান ফকির, শেরআলী ফকির, ইমরান ফকির, নাসির ফকির, সাজ্জাদ ফকির, বাবলু কাজী, সাহেব শেখসহ গোপনীয় কিছু কুচক্রীমহল ঈশ্বর্নিত হয়ে তাদের এলাকার কিছু দরিদ্র সহজ সরল মানুষদের ভুল বুঝিয়ে টাকা পয়সার লোভ দিয়ে আমার নামে বিভিন্ন দপ্তরের বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করিয়েছেন।
এছাড়া সোবান ফকির কম্পিউটারের মাধ্যমে এডিট করে আমার ভালো ছবি কে ইয়াবা সেবন করার ছবি বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এতে আমি, আমার পরিবার ও আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী নওশের আলী মারাক্তক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সামাজিক ভাবে আমার ব্যপক মানহানি হয়েছে। এবিষয়ে আমি অপপ্রচার কারী দের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, গত ১৭ মে (বুধবার) মিল্টন ফকিরের বিরুদ্ধে এলাকার কয়েকজন লোক কাশিয়ানী উপজেলা নিবার্হী অফিসার বরাবর বয়স্ক, বিধবা, পঙ্গু, মাতৃত্বকালীন ভাতা ও পারিবারিক রেশন কার্ড করে দেওয়ার কথা বলে অর্ধশতাধিক গরীব-অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করেন। এছাড়াও এলাকার সোবান ফকির তার (সোহাগ বাপ্পি) ফেসবুক আইডি থেকে ইউপি সদস্য মিল্টন ফকিরের ইয়াবা সেবন করার ছবি ভাইরাল করেন।
প্রিন্ট