রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে সোমবার ১৫ মার্চ উপজেলা পরিষদ হলরুমে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) ৩য় পর্যায় (বার্ড অংশ) এর আওতায় গঠিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য ও গ্রামকর্মীর অংশগ্রহণে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পাংশা উপজেলা সমবায় অফিসার এস.এম কামরুন্নাহার, প্রাণিসম্পদ অফিসার ডা. প্রভাস চন্দ্র সেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিষয়ভিত্তিক আলোচনা করেন।
অনুষ্ঠানে সমবায় দপ্তরের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী সমবায় সমিতির সদস্য ও গ্রামকর্মীসহ সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।