ফরিদপুরের সদরপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চিকিৎসা সহায়তা বাবদ দূরারোগ্য ১৭ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
আজ (১৫ মে,২০২৩) সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উক্ত চেক বিতরণ করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত ৮ জন, কিডনি রোগী ৩ জন, লিভার থেরোসিস ২ জন, স্টোক প্যারালাইজড ৩ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জন সশরীরে উপস্থিত থেকে উক্ত চেক গ্রহণ করেন।
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কাজী শামীম আহমেদের সঞ্চালনায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।
প্রিন্ট