দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম, সামচুল হক ফরিদপুরীর খলিফা ও ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল হক (দ:বা:) ইত্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ মাদরাসায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রবীন এই আলেম ফরিদপুর জেলা হেফাজত ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি স্বাধীনতার পর ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে পরিবারে, ফরিদপুরের আলেম সমাজে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জহুরুল হকের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি শোক প্রকাশ করে আরো বলেন, জহুরুল হকের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সকলে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড় ছেলে মাওলানা মো. নিজামদ্দীন বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ফরিদপুর ডায়বেটিক্স হসপিটালে ভর্তি ছিলেন। বুধবার দুপুরে হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হয়। এরপর তাকে মাদারাসার তার কক্ষে রাখা হয়। সেখানে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মৃতুবরণ করেন। আগামীকাল বাদ জোহর পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তার লাশ করা হবে।
প্রিন্ট