মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী মাঠে আজ বুধবার বিকেলে বজ্রপাতে ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নিজাম শেখ (৬০), মোহাম্মাদ আলী বিশ্বাস (৫০) ও শাহাদাৎ আলী (৬০)। তাদের দুজনের বাড়ি চরচৌগাছী ও অপরজনের বাড়ি রাজবাড়ী জেলার শোলাবাড়িয়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চর চৌগাছী গ্রামের ফসলের মাঠে ওই গ্রামের মৃত আব্দুল মালেক বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাসের জমিতে কাজ করছিলেন। বিকাল সাড়ে ৪ টার দিকে হঠাৎ উত্তর আকাশে মেঘ করে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা পার্শ্ববর্তী গাছতলায় গিয়ে আশ্রয় নেন।
এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহাদাৎ আলী মারা যান। পরে এলাকাবাসী গুরুতর আহত চরচৌগাছি গ্রামের মৃত জুলমত শেখের ছেলে নিজাম ও রাজবাড়ী জেলার সোলাবাড়িয়া গ্রামের আজমত আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন। আহত নজরুলউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরয়েছেন।
|
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শ্যামানন্দ কুন্ডু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নগত ২৫ হাজার করে টাকা অনুদান প্রদান করেন।
প্রিন্ট