ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রিকশাচালককে পেটালেন আইনজীবী

যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধর করেছেন আরতি রাণী ঘোষ নামে এক আইনজীবী। গতকাল রোববার (৭ মে) দুপুরে আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

অবশ্য ওই আইনজীবীর দাবি- তিনি সঠিক কাজটি করেছেন। তিনি গুরুতর জখম হয়ে যশোর সিএমএইচে ভর্তি আছেন।

এদিকে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আরতি রাণী ঘোষের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি।

ঘটনার সময় এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরিহিত আইনজীবী আরতি রাণী ঘোষ এক রিকশাচালককে চড় থাপ্পর মারছেন। লাল গেঞ্জি পরিহিত এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করছেন। ওই ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন।

তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী লাগাতারভাবে রিকশাচালককে চড়থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক রিকশা নিয়ে চলে যান।

এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, আমি কোর্ট শেষ করে বারে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক আমাকে ধাক্কা দেয় এবং আমি পড়ে গিয়ে আহত হই।

এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওকে কি পুজো করবো?’

একইসঙ্গে তিনি গুরুতর আহত অবস্থায় যশোর সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।

এ ঘটনায় যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রিকশাচালককে পেটালেন আইনজীবী

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :

যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধর করেছেন আরতি রাণী ঘোষ নামে এক আইনজীবী। গতকাল রোববার (৭ মে) দুপুরে আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

অবশ্য ওই আইনজীবীর দাবি- তিনি সঠিক কাজটি করেছেন। তিনি গুরুতর জখম হয়ে যশোর সিএমএইচে ভর্তি আছেন।

এদিকে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আরতি রাণী ঘোষের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি।

ঘটনার সময় এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরিহিত আইনজীবী আরতি রাণী ঘোষ এক রিকশাচালককে চড় থাপ্পর মারছেন। লাল গেঞ্জি পরিহিত এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করছেন। ওই ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন।

তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী লাগাতারভাবে রিকশাচালককে চড়থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক রিকশা নিয়ে চলে যান।

এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, আমি কোর্ট শেষ করে বারে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক আমাকে ধাক্কা দেয় এবং আমি পড়ে গিয়ে আহত হই।

এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওকে কি পুজো করবো?’

একইসঙ্গে তিনি গুরুতর আহত অবস্থায় যশোর সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।

এ ঘটনায় যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।


প্রিন্ট