শিশু এবং শিশুসাহিত্য নিয়ে কাজ করে যাওয়া আনন ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১২ই মে। এ লক্ষ্যে আনন সেন্টার, ২৫১৬ পূর্ব ভাটারা, নতুন বাজার, গুলশান-২, ঢাকায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জানা যায়, ‘শিশুর বিকাশে অবিচল আমরা’ স্লোগান দিয়ে ২০১২ সালের ১২মে প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোর সংগঠন ‘আনন ফাউন্ডেশন’। আনন ফাউন্ডেশন বিনামূল্যে শিশুদের জন্য নিয়মিত গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতিষ্ঠালগ্ন থেকে। আনন ফাউন্ডেশন জেএসসি, পিএসসি ও এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের বৃত্তি প্রদান করে আসছে। এছাড়াও খ্যাতিমান শিশুসাহিত্যিক, কবি, সাংবাদিকগণের অংশগ্রহণে আনন ফাউন্ডেশন প্রতিমাসের শেষ শুক্রবার সাহিত্যসভার আয়োজন করে আসছে।
আনন শিশুসাহিত্য পুরস্কার ও আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা প্রবর্তন করেছে আনন ফাউন্ডেশন। আনন শিশুসাহিত্য পুরস্কারের মূল্যমান ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ও আজীবন সম্মাননা মূল্যমান মাসিক ৫,০০০/-টাকা। এ পর্যন্ত আনন শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিকগণ হলেন ফারুক নওয়াজ, মাহমুদউল্লাহ, আখতার হুসেন, সেলিনা হোসেন, লুৎফর রহমান রিটন, আলী ইমাম, সুজন বড়ুয়া, কাইজার চৌধুরী এবং আজীবন সম্মাননা পেয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া ও ছড়াকার মোহাম্মদ মোস্তফা।
আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১২ই মে ২০২৩ শুক্রবার বিকাল ৩টায় আনন সেন্টার, ২৫১৬ পূর্ব ভাটারা, নতুন বাজার, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিকবৃন্দের আলোচনা ছাড়াও থাকবে আনন ফাউন্ডেশনের শিশুদের পরিবেশনায় আবৃত্তি, সংগীত ও নবীন-প্রবীণ শিশুসাহিত্যিকের অংশগ্রহণে স্বরচিত লেখা পাঠ।
আনন ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক সেলিনা হোসেন। সম্মানিত বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, লেখক ও নাট্যজন খায়রুল আলম সবুজ, কবি নাসির আহমেদ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি মিনার মনসুর, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ও শিশুসাহিত্যিক আনজীর লিটন।
সম্মানিত আলোচক হিসেবে থাকবেন কবি ও শিশুসাহিত্যিক সৈয়দ আল ফারুক, শিশুসাহিত্যিক মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক ফারুক হোসেন, গবেষক ও লেখক সরকার আবদুল মান্নান, ছড়াকার রোমেন রায়হান, ছড়াকার সারওয়ার-উল-ইসলাম ও শিশুসাহিত্যিক মাহবুব রেজা। আনন শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করবেন শিশুসাহিত্যিক আখতার হুসেন, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া।
অনুষ্ঠানে আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি স.ম. শামসুল আলম সভাপতিত্ব করবেন। আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের এই আয়োজনে সাহিত্যপ্রেমীদের সবান্ধব উপস্থিতি প্রত্যাশা করেছেন ফাউন্ডেশনের মহাসচিব নজরুল ইসলাম নঈম।
প্রিন্ট