ফরিদপুরের নগরকান্দায় ফাতেমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাতে স্বামীর বাড়ী থেকে লাশ উদ্ধার করা হয়। ফাতেমা বেগম উপজেলার চরযোশরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের দুবাই প্রবাসি মোস্তফা শেখের স্ত্রী। নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।
জানাগেছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মোল্যাকান্দী গ্রামের ইউনুস শেখের কন্যা ফাতেমা বেগম। ২০১৪ সালে পারিবারিক মতে বিয়ে হয় তাদের। মোস্তাকিন নামে ৬ বছরের এক পুত্র সন্তান রয়েছে তাদের।
ফাতেমার বড় বোন লিপি বেগম জানান, বিয়ের পর থেকে যৌতুকের জন্য শশুর বাড়ীর লোকজন আমার বোনকে প্রায় মারধর করতো। সর্বশেষ কয়েকদিন আগে থেকে একটি জমি ক্রয় করার জন্য আমার বোনের নিকট ২ লাখ টাকা দাবী করে। গরীব কৃষক পিতা সে দাবী পুরন করতে ও টাকাটা যোগাড় করতে কিছু দিন সময় চায়। তাই বোনের শশুর বাড়ীর লোকজন আমার বোনকে শারীরিক ভাবে নির্যাতন করে। এই ক্ষোভে আমার বোন আতœহত্যা করে।
মোস্তফা শেখের মা নাসিমা বেগম জানান, মোস্তফা বর্তমানে দুবাই আছে। বাড়ীতে কেউ না থাকার সুবাদে বুধবার সন্ধ্যার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আতœহত্যা করে। তবে কি কারনে সে আতœহত্যা করেছে তা তার জানা নেই।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারনে আতœহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রিন্ট