কুষ্টিয়া ভেড়ামারায় কেয়া খাতুন কুসুম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কেয়া খাতুন কুসুম জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমা ৫ নম্বর ওয়ার্ডের কুয়েত প্রবাসী কালাম হোসেনের বড় মেয়ে ও জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানায়, অংশ নেওয়া এসএসসি পরীক্ষায় আশানুরূপ ভালো না হওয়ায় মা রিনা খাতুন মেয়ে কেয়া খাতুনকে বকাঝকা করেন। পরের দিন শুক্রবার সকাল সাড়ে ৬ টায় নিজ কক্ষে দরজার ছিটকিনির মধ্যে ওড়না ঢুকিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে কেয়া খাতুন। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় কেয়া খাতুনের মা রিনা খাতুন স্ট্রোক করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের চাচা মো. আলেক হোসেন বলেন পরীক্ষা খারাপ হলে তার মা আগের দিন একটু বকাঝকা করে। অভিমান করে ভোরে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কেয়া খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার পরবর্তীতে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
প্রিন্ট