বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৩ তম আবির্ভাব উৎসব উপলক্ষে প্রত্যেক বারের ন্যায় এবারেও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা কতৃক বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ড. মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের মানবধর্ম গ্রন্থটি বিতরণ করা হয়।
বুধবার বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জবন্ধু ব্রহ্মচারী মহোদয়।
এসময়ে উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গনের অন্যতম সেবক ও শ্রীঅঙ্গন গীতা স্কুলের পরিচালক শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী, শ্রী অঙ্গনের সদস্য শ্রীমত রুদ্র বন্ধু ব্রহ্মচারী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলার সভাপতি পার্থ প্রতিম বিশ্বাস অমিত। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত সাহা ,আকাশ বিশ্বাস, উদয় সরকার, দেবাশীষ বিশ্বাস, অভিজিৎ সাহা, ঋত্বিক কুন্ডু, পরমা বিশ্বাস, সাধনা বিশ্বাস, মৃত্তিকা কর্মকার, বর্ষা পোদ্দার, মৌমিতা বিশ্বাস, তন্ময় মজুমদার, বিশাল ঘোষ, অর্পণ দত্ত, বর্ষন কর্মকার, অনুপ সহ আরও অনেকে।
এ সময়ে সভাপতির বক্তব্যে পার্থপ্রতিম বিশ্বাস অমিত বলেন, দেশ ও ধর্মের কল্যানে এভাবেই এগিয়ে যাবে ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদ।
প্রিন্ট