ভোক্তা পর্যায়ে পরপর দুই মাস তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমলেও তৃতীয় মাসে এসে আবারও দাম বেড়েছে। ৫৭ টাকা বাড়িয়ে চলতি মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৩৫ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামে গ্যাসের সিলিন্ডার কিনতে হবে ভোক্তাদের।
আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দামের ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন। মে মাসের মূল্য সমন্বয়ে দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসেরও।
সংবাদ সম্মেলনে বিইআরসির পক্ষ থেকে বলা হয়, মে মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন ৫৫৫ মার্কিন ডলার ধরে এলপিজি সিলিন্ডার গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড এলপিজির এপ্রিল মাসে মূল্য ছিল শূন্য দশমিক ২১ পয়সা। এবার তা বেড়ে হয়েছে শূন্য দশমিক ২২ পয়সা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান ও বিইআরসির সচিব মো. খলিলুর রহমান খান।
প্রিন্ট