প্রশাসনের হস্তক্ষেপে পুলিশ বাহিনী দিয়ে হামলা করে মধুখালীতে চলমান বৈশাখী মেলা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১১ টায় মেলা কমিটির সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মেলা কমিটি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির্জা ফারুকুজ্জামান ফারুক, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন কিছু খুনি এবং ডাকাতের কথায় দীর্ঘ ৩৮বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে কমান্ডো কায়দায় পুলিশ বাহিনী দিয়ে হামলা চালিয়ে বন্ধ করার তীব্র নিন্দা জানান। মেলা বন্ধ বা চলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে মেলায় আগত ব্যবসায়ীদেরকে নিজ দায়িত্বে ব্যবসা চালানোর পরামর্শ দেন।
প্রিন্ট