ঢাকা , সোমবার, ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খোকসায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাসররাতেই বর-কনের মৃত্যু, রহস্য খুলল ময়নাতদন্তে ফ্রান্সে জঙ্গল থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত ইতালির পাদোভায় বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে স্বপন – শাখাওয়াত প্যানেল বিজয়ী ভেড়ামারায় বেড়েছে শিশু শ্রম কৃষ্ণপুরকে ফরিদপুর-৪ আসনে যুক্ত করায় ইউনিয়নবাসীর বিজয় উল্লাস মাগুরায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহের অলিম্পিয়াড উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভেড়ামারায় কাঁচা মরিচের দাম দ্বিগুণ: প্রচণ্ড রোদ গরমে ক্ষেতেই মরিচ নষ্ট হচ্ছে নড়াইলে জেলা পর্যায়ের দুদিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন

পরীক্ষার হলে বিশৃঙ্খলার দায়ে ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে (কক্ষে) বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয়জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ খাইরুল বাশার।

তিনি বলেন, পরীক্ষা হলের কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস গত সোমবার বিশৃঙ্খলা ঘটানোর বিষয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

অভিযুক্তরা হলেন- খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তোফাজ্জল আজিম (২৩), খাইরুল ইসলাম (২২), প্রান্তর তালুকদার (১৯) ও আসাদুল ইসলাম (২০) এবং নারী সদস্য মুন্নী খাতুন (১৯) ও আরেকজন ছাত্রলীগ কর্মী আবীর মিয়া (১৯)।

অভিযোগকারী রবীন্দ্র বিশ্বাস জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল পৌনে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার হল রুমে (কক্ষে) প্রবেশ করে। তারা পরীক্ষার্থীদের মাঝে কলম ও বোতলজাতীয় পানি বিতরণ এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করেন।

পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতিত হল রুমে বহিরাগতদের প্রবেশের নিয়ম না থাকা সত্ত্বেও প্রশ্ন দেওয়ার আগ মুহুর্তে তারা পরীক্ষা হলে অবস্থান করেন। ছবি ও ভিডিও ধারণ করার সময় পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরবর্তীতে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছে। বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি আমাকে অবগত করেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষা হলের কেন্দ্র সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খোকসায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

error: Content is protected !!

পরীক্ষার হলে বিশৃঙ্খলার দায়ে ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে (কক্ষে) বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয়জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ খাইরুল বাশার।

তিনি বলেন, পরীক্ষা হলের কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস গত সোমবার বিশৃঙ্খলা ঘটানোর বিষয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

অভিযুক্তরা হলেন- খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তোফাজ্জল আজিম (২৩), খাইরুল ইসলাম (২২), প্রান্তর তালুকদার (১৯) ও আসাদুল ইসলাম (২০) এবং নারী সদস্য মুন্নী খাতুন (১৯) ও আরেকজন ছাত্রলীগ কর্মী আবীর মিয়া (১৯)।

অভিযোগকারী রবীন্দ্র বিশ্বাস জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল পৌনে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার হল রুমে (কক্ষে) প্রবেশ করে। তারা পরীক্ষার্থীদের মাঝে কলম ও বোতলজাতীয় পানি বিতরণ এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করেন।

পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতিত হল রুমে বহিরাগতদের প্রবেশের নিয়ম না থাকা সত্ত্বেও প্রশ্ন দেওয়ার আগ মুহুর্তে তারা পরীক্ষা হলে অবস্থান করেন। ছবি ও ভিডিও ধারণ করার সময় পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরবর্তীতে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছে। বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি আমাকে অবগত করেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষা হলের কেন্দ্র সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।