ঢাকা , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত ৩ বন্ধুর মধ্যে ১ জনের মৃত্যু Logo দৌলতপুরে মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্যঃ প্রশাসন নিরব Logo নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত, বাবা মেয়ে আহত Logo নির্বাচনে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিলাম, সে যুদ্ধ আমি চালিয়ে যাবোঃ -গোলাম সরোয়ার টুকু Logo কালুখালীর প্রতারক কবিরাজ লাইলী Logo চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি Logo রূপপুরে রোসেম কোম্পানির চুল্লিতে কাজ করার সময় পড়ে গিয়ে আহত শ্রমিকের মৃত্যু Logo কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয় আলো ছড়াচ্ছে Logo স্ত্রীকে হত্যার অভিযোগ, হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী Logo উপজেলা ও জেলা পর্যায়ে সব মেয়াদউর্ত্তীর্ণ কমিটির কাউন্সিল করা হবে – হানিফ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পরীক্ষার হলে বিশৃঙ্খলার দায়ে ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে (কক্ষে) বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয়জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ খাইরুল বাশার।

তিনি বলেন, পরীক্ষা হলের কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস গত সোমবার বিশৃঙ্খলা ঘটানোর বিষয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

অভিযুক্তরা হলেন- খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তোফাজ্জল আজিম (২৩), খাইরুল ইসলাম (২২), প্রান্তর তালুকদার (১৯) ও আসাদুল ইসলাম (২০) এবং নারী সদস্য মুন্নী খাতুন (১৯) ও আরেকজন ছাত্রলীগ কর্মী আবীর মিয়া (১৯)।

অভিযোগকারী রবীন্দ্র বিশ্বাস জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল পৌনে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার হল রুমে (কক্ষে) প্রবেশ করে। তারা পরীক্ষার্থীদের মাঝে কলম ও বোতলজাতীয় পানি বিতরণ এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করেন।

পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতিত হল রুমে বহিরাগতদের প্রবেশের নিয়ম না থাকা সত্ত্বেও প্রশ্ন দেওয়ার আগ মুহুর্তে তারা পরীক্ষা হলে অবস্থান করেন। ছবি ও ভিডিও ধারণ করার সময় পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরবর্তীতে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছে। বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি আমাকে অবগত করেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষা হলের কেন্দ্র সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত ৩ বন্ধুর মধ্যে ১ জনের মৃত্যু

error: Content is protected !!

পরীক্ষার হলে বিশৃঙ্খলার দায়ে ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে (কক্ষে) বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয়জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ খাইরুল বাশার।

তিনি বলেন, পরীক্ষা হলের কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস গত সোমবার বিশৃঙ্খলা ঘটানোর বিষয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

অভিযুক্তরা হলেন- খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তোফাজ্জল আজিম (২৩), খাইরুল ইসলাম (২২), প্রান্তর তালুকদার (১৯) ও আসাদুল ইসলাম (২০) এবং নারী সদস্য মুন্নী খাতুন (১৯) ও আরেকজন ছাত্রলীগ কর্মী আবীর মিয়া (১৯)।

অভিযোগকারী রবীন্দ্র বিশ্বাস জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল পৌনে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার হল রুমে (কক্ষে) প্রবেশ করে। তারা পরীক্ষার্থীদের মাঝে কলম ও বোতলজাতীয় পানি বিতরণ এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করেন।

পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতিত হল রুমে বহিরাগতদের প্রবেশের নিয়ম না থাকা সত্ত্বেও প্রশ্ন দেওয়ার আগ মুহুর্তে তারা পরীক্ষা হলে অবস্থান করেন। ছবি ও ভিডিও ধারণ করার সময় পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরবর্তীতে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছে। বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি আমাকে অবগত করেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষা হলের কেন্দ্র সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।