ঢাকা , শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণহত্যা দিবসে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা সদরপুরে জমে উঠেছে লালমীর হাটঃ দাম বেসী পাওয়ায় কৃষকের মুখে হাসি কাশিয়ানীতে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক ভাঙ্গায় ২৫ মার্চ গনহত্যা দিবস স্মরণে আলোচনা সভা পাঠক হতে পারে একাধিকঃ বীর মুক্তিযুদ্ধা ও প্রেসিডিয়াম সদস্য ডা. জালাল মহিউদ্দিন ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে নড়াইলে নানা আয়োজন পাকশী রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি চালকের মরদেহ উদ্ধার নলছিটিতে গনহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাছপাড়া-সেনগ্রাম আঞ্চলিক সড়কের পাংশায় মেঘনা বক্স কার্লভাট ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলছে কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

করোনার চালচোর ডিলার পুলিশের হাতেনাতে আটক  হলেও কেবল জরিমানা দিলেন ইউএনও

নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ হতদরিদ্রদের জন্য নির্দ্ধারিত সরকারী ১০ টাকার চাল বস্তা থেকে আত্মসাতের সময় পুলিশের কাছে হাতনাতে আটক হয়েছে ডিলার মেজবাহ-উর রহমান (৫৫) ও তার সহযোগী কালাম শেখ। সোমবার গভীর রাতে পুলিশ এদের আটক করলেও মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত দুজন কে অর্ধ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে।
পুলিশ জানায়, চাচুড়ী ইউনিয়নের ডিলার মেজবাহ-উর রহমান সোমবার (৮মার্চ) ১৭০ হতদরিদ্র কার্ডের অনুকুলে ১৭০ বস্তা চাল উত্তোলন করে আটলিয়া বাসষ্ঠ্যান্ডে তার দোকানে গুদামজাত করেন। রাত ১২ টার দিকে গুদাম খুলে ডিলার মেজবাহ-উর রহমান ও তার সঙ্গী আটলিয়া গ্রামের কালাম শেখ (৪২) ১১০টি চালের বস্তা খুলে প্রতি বস্তা থেকে ২ কেজি হারে ২২০ কেজি চাল সরিয়ে নেয়।
এ সময় কালিয়া থানার এএসআই উত্তম কুমার ঘোষের নেতৃত্বে একদল টহলরত পুলিশ অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির জন্য প্রস্তুতকৃত চালসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে।
এদিকে মঙ্গলবার সকাল ১১ টায় ডিলার ও তার সহযোগিকে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা তার অফিসে নিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ডিলার মেজবাহুর রহমানকে ৪০ হাজার টাকা ও তার সহযোগী কালাম শেখকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়ে তাদের মুক্তি দেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কনি মিয়া বলেন,হাতে নাতে ধরা হয়েছে তাই এদের নামে নিয়মিত মামলা হবে,পুলিশ সেই ভিত্তিতে গ্রেফতার করেছে। তবে ইউএনও কারাদন্ড না দিয়ে কেন জরিমানা করলেন ঠিক বুঝলাম না।
এদিকে সরকারী চালচুরির দায়ে কেবলমাত্র জরিমানা সাজার বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,উনি অসুস্থ্য তাই তাকে জেল প্রদান করা হলো না। তবে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য দূর্নীতিবাজ এই ডিলারের বিরুদ্ধে ২০২০ সালে করোনাকালীন সময়ে এলাকাবাসী একাধিকবার অভিযোগ করলেও সে ব্যাপারে কোন ব্যবস্থাই নেয়নি  প্রশাসন।
Tag :

এই অথরের আরো সংবাদ দেখুন

গণহত্যা দিবসে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

error: Content is protected !!

করোনার চালচোর ডিলার পুলিশের হাতেনাতে আটক  হলেও কেবল জরিমানা দিলেন ইউএনও

আপডেট টাইম : ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ হতদরিদ্রদের জন্য নির্দ্ধারিত সরকারী ১০ টাকার চাল বস্তা থেকে আত্মসাতের সময় পুলিশের কাছে হাতনাতে আটক হয়েছে ডিলার মেজবাহ-উর রহমান (৫৫) ও তার সহযোগী কালাম শেখ। সোমবার গভীর রাতে পুলিশ এদের আটক করলেও মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত দুজন কে অর্ধ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে।
পুলিশ জানায়, চাচুড়ী ইউনিয়নের ডিলার মেজবাহ-উর রহমান সোমবার (৮মার্চ) ১৭০ হতদরিদ্র কার্ডের অনুকুলে ১৭০ বস্তা চাল উত্তোলন করে আটলিয়া বাসষ্ঠ্যান্ডে তার দোকানে গুদামজাত করেন। রাত ১২ টার দিকে গুদাম খুলে ডিলার মেজবাহ-উর রহমান ও তার সঙ্গী আটলিয়া গ্রামের কালাম শেখ (৪২) ১১০টি চালের বস্তা খুলে প্রতি বস্তা থেকে ২ কেজি হারে ২২০ কেজি চাল সরিয়ে নেয়।
এ সময় কালিয়া থানার এএসআই উত্তম কুমার ঘোষের নেতৃত্বে একদল টহলরত পুলিশ অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির জন্য প্রস্তুতকৃত চালসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে।
এদিকে মঙ্গলবার সকাল ১১ টায় ডিলার ও তার সহযোগিকে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা তার অফিসে নিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ডিলার মেজবাহুর রহমানকে ৪০ হাজার টাকা ও তার সহযোগী কালাম শেখকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়ে তাদের মুক্তি দেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কনি মিয়া বলেন,হাতে নাতে ধরা হয়েছে তাই এদের নামে নিয়মিত মামলা হবে,পুলিশ সেই ভিত্তিতে গ্রেফতার করেছে। তবে ইউএনও কারাদন্ড না দিয়ে কেন জরিমানা করলেন ঠিক বুঝলাম না।
এদিকে সরকারী চালচুরির দায়ে কেবলমাত্র জরিমানা সাজার বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,উনি অসুস্থ্য তাই তাকে জেল প্রদান করা হলো না। তবে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য দূর্নীতিবাজ এই ডিলারের বিরুদ্ধে ২০২০ সালে করোনাকালীন সময়ে এলাকাবাসী একাধিকবার অভিযোগ করলেও সে ব্যাপারে কোন ব্যবস্থাই নেয়নি  প্রশাসন।