রাজশাহীর বাঘায় শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে পুকুরে ডুবে সুরাইয়া খাতুন নামে ছয় বছরের এক শিশু মারা গেছে। নিহত সুরাইয়া খাতুন পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের সাইদুর রহমান ইসলাম সাধুর একমাত্র মেয়ে । এর আগের দিন শুক্রবার দুপুর ২টায় পুকুরের পানিতে ডুবে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে আলিফ নামের দুই বছরের এক শিশুর মারা গেছে। নিহত আলিফ ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে। গত দুই দিনে ২৪ ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেল।
জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশে মোহাম্মাদ আলীর পুকুরে গোসল করতে যায়। পুকুরে গোসল নেমে তারা লাফা-লাফি করতে গিয়ে সুরাইয়া খাতুন পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় স¤্রাট আলীসহ কয়েকজন ওই পুকুরে গোসল করতে গিয়ে সুরাইয়া খাতুনের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে সুরাইয়া খাতুনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বাউসা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বর) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ছেলে মৃত্যুর মা ইসমত আরা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।
এদিকে গত শুক্রবার দুপুর ২টায় পুকুরের পানিতে ডুবে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের আলিফ নামের দুই বছরের এক শিশুর মারা যায় । উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন আ’লীগের আহŸায়ক আব্দুর রহমান জানান, শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়রা আমার পুকুরে ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পায়। পরে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিন শিশুর মা রাবিয়া বেগম জ্বালানির জন্য আমের পাতা কুড়াতে বাড়ির পাশে বাগানে ছিলেন। আর শিশুর বাবা ধান কাটার কাজে এলাকার বাইরে গেছে। শিশুটি কখন পুকুরে গিয়ে পড়ছে ,সে বিষয়টি জানা যায়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে ওই শিশুদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রিন্ট