কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন।
প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান ।তিনি বলেন আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী তাই নারীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন শীল দেশ গড়তে নারীদের অবদান অনন্য।
তিনি বলেন নারী নেতৃত্ব সুগঠিত হওয়ায় নারীর নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। কোন অবস্থাতেই একটি জাতি গোষ্ঠী বা একটি অংশকে ফেলে রেখে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়ানোর সম্ভব নয়। তিনি নারীদের উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তৃব রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলম তশর।
প্রিন্ট