বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৮ এপ্রিল সকাল ৯ টার সময় লিগ্যাল এইড চত্বর জেলা ও দায়রা জজ আদালত মাগুরায় জেলা লিগ্যাল এইড কমিটি মাগুরা এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়। জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মাগুরা অমিত কুমার দে ও সার্বিক পরিচালনায় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ ফরিদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা-১ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। এছাড়াও সম্মানিত অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন শহীদুল্লাহ্ দেওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।
এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, এ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, এ্যাডভোকেট অধ্যক্ষ বিধান চন্দ্র, এ্যাডভোকেট রিপন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক আব্দুল আওয়াল, মাগুরা জেলা ইতিহাসবিদ ডাঃ মোঃ তাসুকুজ্জামান, ইসলামিক ফাউণ্ডেশন মাগুরা উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান মিনা, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন, মঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাচনা হেনা, গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির সহ বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিগণ।
এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল এর সৌজন্যে মাথার নীল রংয়ের ক্যাপ প্রদান করা হয় র্যালিতে অংশ গ্রহণকারী ব্যক্তিদের মাঝে।
জেলা লিগ্যাল এইডের আবারও ৫ম বারের মতো শ্রেষ্ঠ আইনজীবী পুরস্কার অর্জন করেন অতিথিবৃন্দের কাছে থেকে এ্যাডভোকেট শাহীনা আক্তার ডেইলি। জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোঃ ফরিদুজ্জামান বলেন মাগুরা জেলা লিগ্যাল এইড বাংলাদেশের মধ্যে ৭তম স্থানে মর্যাদা পেয়েছে, সামনের বছর ১ম থেকে ৩য় স্থানে থাকার আশাবাদ প্রকাশ করেন।
তিনি আরও বলেন প্রতিমাসে জনসাধারণের আইনগত সহায়তা বিষয়ে অন্তত ইউনিয়ন পর্যায়ে ২ টি সেমিনার করা হবে।
এবার মাগুরা লিগ্যাল এইড মেলায় অংশ গ্রহণ করে জাতীয় মহিলা সংস্থা মাগুরা (অসহায় ও দুঃস্থ মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বীকরন), সিভিল সার্জন অফিস মাগুরা (স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ এবং গ্লুকোজ পরীক্ষা কর্মসূচি), ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সদর হাসপাতাল মাগুরা (সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনগত সহায়তা), ল ক্লিনিক (মাগুরা ল কলেজ) ও লিগ্যাল এইড মেলা।
প্রিন্ট