কৃষিতে বিশেষ অবদান রাখায় বাঘা উপজেলা কৃষি অফিসারকে সন্মাননা স্বারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭-০৪-২০২৩) দুপুরে স্কুল ফর হিউমিনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষি অফিসারের কার্যালয়ে এই সন্মাননা স্বারক প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাআব্দুল মান্নান সরকার উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতানের হাতে সন্মাননা স্বারক তুলে দেন।
প্রতিক্রিয়ায় শফিউল্লাহ সুলতান বলেন,কোন কাজের স্বীকৃতি স্বরুপ এই প্রথম সন্মাননা স্বারক পেলাম। এতে সামনে আরো ভাল কাজ করতে উৎসাহিত হব। উপস্থিত ছিলেন-আড়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রপিকুল ইসলাম রফিকসহ ফাউন্ডেশনের সভাপতি-সাধারন সম্পাদক ও সদস্যগন।
প্রিন্ট