৮০ বছর বয়সী গামছা বিক্রেতা মোকাদ্দেস আলী চাচা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
মোকাদ্দেস চাচা বয়সের ভারে ভালো করে হাঁটতে পারতো না। তবুও জীবিকার তাগিদে গামছা তৈরি করে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় ফেরি করে বিক্রি করতেন।
তার চোখের দৃষ্টি ঝাপসা থাকলেও তার আত্মবিশ্বাস আর মনোবলের অভাব ছিলো না। তাই ভিক্ষা না করে গামছা বিক্রি করে সংসার চালাতেন।
দীর্ঘ ৩০ বছর যাবত পায়ে হেঁটে গামছা বিক্রি করেছেন মোকাদ্দেস চাচা। তার আগে ছোটবেলা থেকে প্রায় ৪০ বছর পায়ে প্যাডেলের ভ্যান চালিয়েছেন। বৃদ্ধ ও অসুস্থ এই মানুষটি সবসময় কাজের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তাঁহার আত্মার মাগফিরাত কামনা করছি।
|
প্রিন্ট