নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ভাগ করে নিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এদিন সকাল থেকেই তার ধুলদির বাসভবনে অসংখ্য নেতা কর্মীর ভিড় লক্ষ্য করা যায়।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়া ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থার নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা বৃন্দ , এনজিও কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের জনগণ সহ শহরতলীর বিভিন্ন এলাকায় নেতৃবৃন্দ ধুলদিতে তার বাসভবনে এসে শুভেচ্ছা বিনিময় করেন ।
এ সময় তিনি নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় শুধু ফরিদপুর জেলা নয় আশেপাশের জেলা থেকেও অনেক নেতা কর্মী ছুটে আসেন তার কাছে। তারা প্রত্যাশা করেন শামীম হকের সাফল্য, আশাবাদ প্রত্যাশা করেন যেন আগামী দিনে ও শামীম হক তাদের পাশে থাকতে পারেন।
প্রিন্ট