ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতে নানান আয়োজনে উদ্যাপন করা হয়েছে ৭ই মার্চের বিভিন্ন কর্মসূচি।
রোববার সকালে উপজেলা চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, প্রশাসন ও উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এরপর বঙ্গবন্ধু ম্যারাথন শেষে ৭ মার্চ উপলক্ষে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।
বিকেলে সারা দেশের ন্যায় আলফাডাঙ্গা থানার আয়োজনে থানা চত্ত্বরে ঐতিহাসিক ৭ই মার্চ আনন্দ উদযাপন আয়োজিত অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মো.ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র ও পৌর আ’লীগ সভাপতি সাইফুর রহমান, ইউএনও তৌহিদ এলাহী, উপজেলা আ’লীগ সভাপতি এস এম আকরাম হোসেন, আ’লীগ সহসভাপতি আশরাফউদ্দিন তারা,সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, লায়লা পারভিন, আ’লীগ সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজা, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, পুলিশ পরিদর্শক ফয়সাল আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, প্রেসক্লাব সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবির,সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস আই মো.মিজানুর রহমান।