ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায়, দু:স্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলা সদরের কুটুম বাড়ি কনভেনশান সেন্টারের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের পরিচালনায় ইফতার বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জেলা আওয়ামী লীগ এর সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক ও জেলা আওয়ামী লীগে নেতা এম. এ. কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি একে এম শামছুল হুদা, সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রিন্ট