পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগ ও সংগঠনের আহবায়ক মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় অম্বিকাপুর ইউনিয়নের চরগেন্দিয়া এলাকায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির হোসেন সরোয়ার, যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ খান, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্য বলেন যে, দ্রব্য মূল্য বৃদ্ধির কারনে সাধারণ মানুষের জীবন আজ দূর্বিসহ হয়ে উঠেছে। কৃষক, দিনমজুর ও খেঁটে খাওয়া মানুষগুলি ঠিকমত তিনবেলা খাবার খেতে পারছেনা। সরকার কৃষক তথা কৃষিক্ষেত্রে কোন উন্নয়ন করেনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপি কতৃক ঘোষিত ১০ দফা দাবী আদায়ের আন্দোলন সংগ্রামে কৃষক দলের সকল নেতা- কর্মীদের সুসংগঠিত অংশগ্রহণের আহবান জানান।
প্রিন্ট