বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ এর তাৎপর্য বিষয়ে উপজেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৮ এপ্রিল বেলা ১১ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিস মাগুরা এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লিগ্যাল এইড জাতীয় আইনগত সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মাগুরা মোঃ ফরিদুজ্জামান।
জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনতী রাণী দত্ত, সহকারী জজ এইচ এম ইয়াসির আরাফাত, সদর থানার ওসি (তদন্ত) শেখ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ আব্দুল্লাহ আল কবির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ান আহমেদ, উপজেলা মৎস্য অফিসার সুদ্বীপ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাগুরা সদর মোঃ দারুল আলম, জেলা শিক্ষা অফিসার (প্রাথমিক শিক্ষা) সাইফুজ্জামান খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, পরিসংখ্যান অফিসার মহিদুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এআরডিও (বিআরডিবি) সাজেদা পারভীন, উপজেলা পাট অফিসার মাহমুদুল হাসান জুয়েল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস সূবর্না বিশ্বাস, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনোতুর চন্দ্র সরকার, ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক সুশান্ত কুমার দাস, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাহারুল হক আখরোট, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বাবুল ফকির, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম টিপু, বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গনি, কছুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোল্লা, আঠারখাদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিকাশ কুমার ভৌমিক সহ প্রমুখ।
জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠানে রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির বলেন, জেলা লিগ্যাল এইড অফিস সমাজ থেকে বাল্যবিবাহ দূর ও রোধ করার জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।
|
জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ফরিদুজ্জামান বলেন ইতিমধ্যে মাগুরা জেলায় ১০ টি ওয়ার্কশপ সেমিনার করা হয়েছে এবং মাগুরা জেলা লিগ্যাল এইডে ৪০০ শত এর উপর মামলা নেওয়া হয়ে ছিলো তার মধ্যে ৩৭৭ টি মামলার রায় প্রদান করা হয়েছে। এটা জেলা লিগ্যাল এইড এর একটা বিশাল সাফল্য। তিনি মাগুরা সদর উপজেলার সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দগণের উদ্দেশ্য করে বলেন আপনারা বাল্য বিবাহ, ইভটিজিং, মারামারি, নারী নির্যাতন, নারী পাচার, জমি সংক্রান্ত বিষয় গুলো লিগ্যাল এইডের সাহায্য ও সহোযোগিতা নিতে পারবেন।
প্রিন্ট