কুষ্টিয়ার ভেড়ামারায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা চত্বরে জাতীয সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু ও উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসিনা মমতাজ এর নেতৃত্ব উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার বের করা শোভাযাত্রাটি ভেড়ামারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশারমানুষ ছাড়াও স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা অফিসার্স ক্লাব এর সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|
প্রিন্ট