ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের চরসর্বান্দিয়া গ্রামে গত শুক্রবার রাত সাড়ে ১২ টায় কৃষক জামাল ফকির (৪৮) এর বসতবাড়ীতে আকস্মিক অগ্নিকান্ডে সর্বস্ব ভস্মিভূত হয়েছে। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে প্রথমে উক্ত পরিবারের গোয়াল ঘর পরে চারচালা টিনের দু’টি বসতি ঘর , একটি দোচালা ঘর ও যাবতীয় ফসলাদি, কাপড় চোপড়, আসবাবপত্র, নগদ ৪২ হাজার টাকা সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে।
একই সাথে উক্ত গৃহস্থ পরিবারের একটি গরু, দু’টি ছাগল আগুনে দ্বদ্ধ হয়ে মারা গেছে এবং আরেকটি পালের গরু অগ্নিদ্বদ্ধে আহত রয়েছে। পরে ফরিদপুর ফায়ার সার্ভিস এসে উক্ত পরিবারের আগুন নিয়ন্ত্রনে আনেন।
অগ্নিকান্ডের পর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্য পরিবারে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ব্যাক্তি তহবিল থেকে নগদ এক হাজার টাকা, শাড়ী লুঙ্গী শার্ট কম্বল চাল ডাল লবন তৈল বিতরন করেছেন।
ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান নগদ দুই হাজার টাকাও মোঃ ইয়াকুব আলী এক বস্তা চাল সহ নগদ এক হাজার টাকা ক্ষতিগ্রস্থ্য পরিবারে সহায়তা দিয়েছেন।
জানা যায়, ঘটনার রাতে খাওয়া দাওয়া শেষে উক্ত পরিবারের সবাই ঘুমিয়ে পড়ছিল। গভীর রাতে বৈদ্যতিক শর্টসার্কিট বাস্ট হয়ে উক্ত পরিবারের গোলায় ঘর থেকে অগ্নিকান্ডর সূত্রপাত হয়।
এ সময় ক্ষতিগ্রস্থ্য পরিবারের সৌরচিৎকারে এলাকাবাসী ছুটে এসে পার্শ্ববতী ডোবা ও টিউবওয়েলের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। স্থানীয়রা প্রায় এক ঘন্টাকাল চেষ্টা চালানোর পরও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় নাই। পরে ফরিদপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। আর এ ফাঁকে উক্ত পরিবারের সর্বস্ব পড়ে ছাই হয়ে যায়।
প্রিন্ট