মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে আগুন লেগে ৪টি দোকান সম্পন্ন পুড়ে গেছে। এ সময় আরো ২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বাজারের কাপরপট্টি এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক দোকানীকে আগুন ভয়ে ঘর থেকে মালামাল সরিয়ে নিয়ে রাস্তায় বসে পাহারা দিতে দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, আগুনে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজনের সহায়তায় দের ঘন্টা পর রাত দুইটার সময় আগুন নিয়ন্ত্রণ আসে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে বাবুখালী বাজারের কাপরপট্টি এলাকার একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ওই এলাকার বেশির ভাগ দোকানই বন্ধ ছিল।
মুহূর্তের মধ্যে আগুন বাজারের সঞ্জয় কর্মকারের স্বর্নের দোকান, নাজির ও নজরুল মুন্সির টেইলার্সের দোকান, সাহাদৎ হোসের ১ টি কাপরের দোকান আগুনে ভুস্মিভুত হয় । আগুনে কাপড়, টেইলাস মেশিন, সোনা, প্লাস্টিকের সামগ্রীর দোকান পুড়ে যায়। আগুনের খবর পেয়ে মহম্সদপুর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের ২ গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে।
মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন একপর্যায়ে টিনশেড ভবনে ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতি আরও বেশি হয়েছে।
প্রিন্ট